ভিনির সঙ্গে মানিয়ে খেলবেন, জানালেন এমবাপ্পে

post-title

ছবি সংগৃহীত

রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ইউরো শেষ হতেই তাকে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে লস ব্লাঙ্কোসরা। এরপর সংবাদ সম্মেলনে ফ্রান্সম্যান জানিয়েছেন, কোচের পরিকল্পনা অনুযায়ী খেলবেন তিনি। ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে মানিয়ে নিয়ে খেলতে আপত্তি নেই তার।

রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস জুনিয়র লেফট উইঙ্গে খেলেন। ব্যালন ডি’অরের এই অন্যতম দাবিদার সময়ের সেরা লেফট উইঙ্গার। আবার কিলিয়ান এমবাপ্পেও একই পজিশনে খেলতে পছন্দ করেন। যদিও রাইট উইঙ্গ এবং সেন্ট্রাল স্ট্রাইকার হিসেবে খেলেও অভ্যস্ত তিনি।

বিষয়টি নিয়ে এমবাপ্পে বলেন, ‘কোচ (কার্লো আনচেলত্তি) আমাকে যেখানে খেলাবেন সেখানেই আমি খেলবো। প্যারিসে আমি তিন পজিশনেই খেলেছি। এমনকি মোনাকোতেও। গুরুত্বপূর্ণ হচ্ছে শারীরিকভাবে ভালো অবস্থানে থাকা।’

ভিনিসিয়াসের প্রশংসা করে এমবাপ্পে বলেন, ‘ভিনিসিয়াস একেবারেই আলাদা ধরনের একজন ফুটবলার। খুব বড় মাপের খেলোয়াড়। আমি তার সঙ্গে খুবই আনন্দ নিয়ে খেলবো এবং দলের অন্যদের সঙ্গেও। ভালো খেলোয়াড়রা খুব ভালো করে জানে কীভাবে একসঙ্গে খেলতে হয়। সর্বশেষ মৌসুমে তিনি খুবই ভালো খেলেছেন। এখন এই দলের সঙ্গে  আমাকেই মানিয়ে নিয়ে খেলতে হবে। যত দ্রুত সম্ভব আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করবো।’

ইউরো শেষ করা এমবাপ্পে এখন ছুটি কাটাতে যাবেন। আগস্টে দলের সঙ্গে ক্যাম্পে যোগ দেবেন তিনি। এরপর নতুন সতীর্থদের সঙ্গে পরিচয় হবে তার। আগস্টে দলের সঙ্গে প্রাক মৌসুমের ম্যাচ খেলবেন তিনি। ১৫ আগস্ট আটালান্টার বিপক্ষে রিয়ালের জার্সিতে আনুষ্ঠানিকভাবে অভিষেক হতে পারে এমবাপ্পের।

এসএ/সিলেট