সিলেট সদরে বোরো ধান সংগ্রহের...
সিলেটে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে দক্ষিণ সুরমার খোজারখলা এলাকায় অবস্থিত সিলেট সদর খাদ্য...
ছবি সংগৃহীত
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এর আগে মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার পর মহাসড়ক অবরোধ করেন তারা। দেড় ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করে সড়ক থেকে সেড়ে যান তারা। ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
অবরোধকালে রাস্তায় বসে শিক্ষার্থীরা স্লোগান দেন ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘সাস্টিয়ান সাস্টিয়ান, এক হও লড়াই করো’ ইত্যাদি। বিকেল তিনটার দিকর ক্যাম্পাসে লাঠিসোঁটা হাতে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এদিকে সকাল থেকে ক্যাম্পসে লাঠিসোটা নিয়ে অবস্থান নেয় ছাত্রলীগ। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ঠেকাতে তারা এ অবস্থান নেন। ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে বাঁশ, লাঠিসহ বিভিন্ন ধরনের অস্ত্র দেখা যায়। আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতেও লাঠিসোটা দেখা গেছে।
এসএ/সিলেট