শাবি সমুদ্রবিজ্ঞান বিভাগের দুই...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সমুদ্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘মেরিন স্পেস্যাল প্ল্যানিং ফর এডভান্সিং সাস্টেইনেবল ব্লু...
ছবি সংগৃহীত
সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ রয়েছে।
শনিবার বিকেলে সোয়া ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরে তারা মূল ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এতে অংশ নিয়েছেন তিন শতাধিক শিক্ষার্থী। এ সময় বৃষ্টি হলে শিক্ষার্থীরা ভিজে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
এদিকে অবরোধের ফলে সড়কে দু’পাশে লম্বা যানজট সৃষ্টি হয়েছে।
বিক্ষোভরত বাংলা বিভাগের শিক্ষার্থী এহসানুল হক গণমাধ্যমকে জানান, বৈষম্যমূলক কোটা ব্যবস্থার বিরুদ্ধে আমাদের এই কর্মসূচি। মেধার মাধ্যমে মূল্যায়ন না হলে আমরা সাধারণ শিক্ষার্থীরা কোথায় যাব। তবে কোটা ব্যবস্থা থাকলে সেটা শুধু প্রতিবন্ধী ও উপজাতিদের থাকা উচিত।
শাবি প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, আন্দোলনের সঙ্গে শৃঙ্খলার বিষয়টা মাথায় রাখা দরকার।
এসএ/সিলেট