কাউন্সিলর আজাদের বাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় সিসিকের স্মারকলিপি

post-title

ছবি সংগৃহীত

কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসভবনে হামলা ও ভাংচুরের ঘটনায় সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী এবং এসএমপি পুলিশ কমিশনারের বরাবর স্মারকলিপি প্রদান করেছে সিলেট সিটি কর্পোরেশন।

সিসিকের ভারপ্রাপ্ত মেয়র মো. মখলিছুর রহমান কামরানের নেতৃত্বে মঙ্গলবার (২ জুন) দুপুর তিনটায় জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিকাল ৪টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছেও স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় সিলেট সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএ/সিলেট