সিলেটে বস্তাবন্দি কাটা পা, মেলেনি...
সিলেটে বস্তাবন্দি একটি কাটা পা নিয়ে ঘুম হারাম এয়ারপোর্ট থানা পুলিশের। গত ২৪ ঘণ্টায়ও মেলেনি পায়ের রহস্য। কার পা, কিভাবে এলো এসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সাধারণ...
সিলেটের বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানের সাময়িক বহিস্কারাদেশ প্রত্যাহার করে স্ব-পদে বহাল রেখেছেন হাইকোর্ট। সোমবার (১ জুলাই) হাইকোর্টে মেয়র মুহিবুর রহমান তাঁর বহিস্কারাদেশের বিরুদ্ধে আপিল করেন।
এসময় শুনানি শেষে তাঁর বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্ব-পদে বহাল রাখেন আদালত।
মুহিবুর রহমানের আইনজীবী সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক বলেন, মেয়র মুহিবুর রহমানের যে সাময়িক বরখাস্তের আদেশ ছিল সেটা সম্পূর্ণ অন্যায় ও বেআইনি ছিল। আমি আদালতে দাঁড়িয়ে শুনানি করলে আদালত বুঝেছেন সেই আদেশ বেআইনি ছিলো। তাই মেয়র মুহিবুর রহমানকে স্ব-পদে বহালের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান রাষ্ট্রপতির আদেশক্রমে তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মেয়র মুহিবুর রহমানকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করেন। আর এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করে তার বহিস্কারাদেশ প্রত্যাহার ও স্ব-পদে বহালের আদেশ পান।
এদিকে, মেয়রের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যারের খবরে বিশ্বনাথ পৌর শহরের বাসিয়া সেতুর মুখে মিষ্টি বিতরণ করেছেন মেয়র অনুসারিরা। তারা হলেন কাউন্সিলর ফজর আলী, বারাম আলী, মুহিবুর রহমান বাচ্চু, উপজেলা সেচ্চাসেবক লীগের আহবায়ক রফিক আলীসহ অনেকেই।
এসএ/সিলেট