কানাইঘাটে গাড়ির ধাক্কায় কলেজ...
সিলেটের কানাইঘাটে মিষ্টান্নজাতীয় সুইটমিটের গাড়ির ধাক্কায় মারুফ আহমদ (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে পৌরসভার ১ নং ওয়ার্ডের...
ছবি সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাটে ১১৫ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ একজনকে আটক করেছে পুুলিশ। শনিবার (২৯ জুন) রাতে জাফলং চৈলাখেল ৮ম খন্ড ক্লাব সংলগ্ন পিয়াইন নদী দিয়ে পাচারকালে এই চিনির চালান জব্দ করা হয়েছে।
আটককৃত আকবর আলী উপজেলার আলীরগাঁও ইউনিয়নের তিতকুল্লি গ্রামের আতাউর রহমান আতা ছেলে। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, চোরাচালানসহ সব ধরনের অপরাধ প্রবনতাহ্রাসে থানা পুলিশ জিরো ট্রলারেন্স ঘোষণা করেছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাফলং পিয়াইন নদীর চৈলাখেল থেকে ১১৫ বস্তা আমদানি নিষিদ্ধ ভারতীয় চিনিসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় ধৃত একজনসহ আরও গং আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধ দমনে আমাদের চলমান অভিযান আরও জোরদার করা হবে। যে কোন মুল্যে অপরাধমুক্ত থানা এলাকা গড়ে তুলতে আমরা মাঠ আছি।
এসএ/সিলেট