শাল্লায় খাদ্য গোদামে বোরো ধান...
সুনামগঞ্জের শাল্লায় সরকারি নির্দেশনা অনুযায়ী কৃষি অফিসের তালিকায় অন্তর্ভুক্ত প্রকৃত কৃষকের কাছ থেকে খাদ্য গুদামে বোরোধান সংগ্রহের উদ্ধোধন করা হয়েছে।...
প্রতীকী ছবি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৩টি ইউনিয়নের ৫টি ওয়ার্ডে উপনির্বাচনের তফশিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ৪ ও ৭নং ওয়ার্ড, পাটলী ইউনিয়নের ৮নং ও ৫নং ওয়ার্ড, পাইলগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার ( ২৭ জুন) জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন সাক্ষরিত একটি পরিপত্রে প্রজ্ঞাপন জারি করে এই উপ- নির্বাচন ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী আগামী ২৭ জুলাই শনিবার নির্বাচন অনুষ্ঠানের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
জানা যায় গত ১৪ অক্টোবর ২০১৯ সালে উপজেলার মীরপুর ইউনিয়নের উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো সে অনুযায়ী ৫ বছরের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এই ইউনিয়নে চেয়ারম্যান সহ সকল পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে মীরপুর ইউনিয়নে নির্বাচনের তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
অন্যদিকে স্ব স্ব পদ ত্যাগ করায় সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ৪ ও ৭নং ওয়ার্ড, পাটলী ইউনিয়নের ৮নং ও ৫নং ওয়ার্ড, এবং দায়িত্বে অবহেলা ও বিভিন্ন অভিযোগে পাইলগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্যকে অপসারণ করে এই ওয়ার্ডগুলোতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
এসএ/সিলেট