কুরআনের সঠিক ও সুস্পষ্ট ব্যাখ্যা...
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, কুরআনের সঠিক ও সুস্পষ্ট ব্যাখ্যা তুলে ধরতে হবে। দিকভ্রান্ত জাতিকে...
ছবি সংগৃহীত
সিলেটের গোলাপগঞ্জে কৈলাশটিলা গ্যাস ফিল্ডে স্থানীয় লোকদের চাকুরী ও উপজেলার ঘরে ঘরে গ্যাস সংযোগসহ ৮ দফা দাবি আদায়ে সভা অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার বিকেলে জাতীয় তেল-গ্যাস রক্ষা ও অধিকার বাস্তবান সংগ্রাম পরিষদ গোলাপগঞ্জ'র ব্যানারে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার পৌর শহরের চৌমূহনীতে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, উপজেলার ঘরে ঘরে গ্যাস সংযোগ প্রদান, কোটা ভিওিক স্হানীয় লোকের চাকরি, অপরিকল্পিতভাবে গ্যাসকুপ খননের কারনে পানির স্তর নীচে নেমে যাওয়া, স্হানীয় লোকদের অগ্রাধীকার বাদ দিয়ে অবৈধভাবে বিভিন্ন জেলার লোক নিয়োগ,, গোলাপগঞ্জের তেল গ্যাস লোক চক্ষুর অন্তরালে অন্যত্র নিয়ে যাওয়া,সিবিএ এর নামে নেতাদের অবৈধ নিয়োগ বাণিজ্য ও তাদের আত্মীয়করন এবং ছেলে, মেয়ে নিয়োগ, চাকুরী জীবিদের ছেলে সন্তান এক সাথে বিধি বহিবুর্ত নিয়োগ দেয়া হচ্ছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান। উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্টাতা সভাপতি গোলাম দস্তগীর খান ছামিনের,পরিচালনায় এতে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা গণদাবি পরিষদের সভাপতি আব্দুল লতিফ সরকার, আনোয়ার শাহজান, উপজেলা আ'লীগের সহসভাপতি জিল্লুর রহমান, কাউন্সিল ফারুক আলী, মো. ছালিক আহমদ, মো. মাসুদুর রহমান মাসুদ,সাবেক কাৎন্সিলর নসজিম উদ্দিন, রিয়াজ উদ্দিন,গোলাম দস্তগীর খান ছামিন, প্রভাষক সুলতান মাহমুদ, জাহির উদ্দিন, সাবেক কাউন্সিল জানাল আহমদ, উক্ত মতবিনিময় সভায় দলমত নির্বিশেষে সবাই উপস্থিত ছিলেন, পৌর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রউফ, দেলোয়ার হোসেন দিপন, রাহি আহমদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তামিম রহমান ছানি, মঞ্জিল আহমদ।
এসএ/সিলেট