সিলেট সদরে বোরো ধান সংগ্রহের...
সিলেটে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে দক্ষিণ সুরমার খোজারখলা এলাকায় অবস্থিত সিলেট সদর খাদ্য...
ছবি সংগৃহীত
সিলেটে নদ-নদীর পানি কমছে। বৃহস্পতিবার (২৭ জুন) সুরমা ও কুশিয়ারা নদীর মধ্যে একটি পয়েন্ট ছাড়া সব পয়েন্টে পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগের দিনে বুধবার দুপুর পর্যন্ত তিনটি পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হয়।
পানি উন্নয়ন বোর্ড সিলেটের তথ্যমতে, কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বৃহস্পতিবার (২৭ জুন) বিকেল ৩টায় বিপৎসীমার ৮৭ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়।
এর আগে দুপুর ১২টা ৮৮, সকাল ৯টা ও ভোর ৬টায় ৮৯ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়। একই নদীর অমলশীদ, কুশিয়ারা ও শেওলা পয়েন্টে বুধবার বিকেল ও এর আগের দিন থেকে বিপৎসীমার নীচ দিয়ে পানি প্রবাহিত হতে শুরু করে। সুরমার কানাইঘাট পয়েন্টে বুধবার সকাল ৯টা থেকে পানি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কুশিয়ারার শেরপুর, সুরমা সিলেট পয়েন্ট, লোভা, সারিঘাট, ডাউকি ও সারিগোয়াইন নদীর পানি তিনদিন ধরে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে, নদী ও সিলেট অঞ্চলের হাওর অঞ্চলের পানি কমলেও নতুন করে বন্যার শঙ্কা রয়েছে। ইতোমধ্যে আবহাওয়া অধিদপ্তর শুক্রবার (২৮ জুন) থেকে সিলেটে আবার ভারি বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে। ফলে বন্যার পানি বৃদ্ধি পেয়ে আবার দুর্ভাগের মধ্যে পড়তে পারে সিলেটবাসী।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সজিব হোসেইন গণমাধ্যমকে জানান, বুধবার (২৬ জুন) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ ৩৮ দশমিক ৭ মিলিমিটার। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১২ মিলিমিটার।
এসএ/সিলেট