সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে যৌথবাহিনীর...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বিভিন্ন আবাসিক হলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার করা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬ টা...
অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রা›ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে সাড়া দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি দ্বিতীয় দিনের মতো অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছেন।
বুধবার (২৬ জুন) দুপুর ১২ টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করা হয়। শাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো: আলমগীর কবীরের সঞ্চালনায় ও অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো: আবুল গণি, অধ্যাপক ড. মোহাম্মাদ মস্তাবুর রহমান, অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদার, অধ্যাপক মোখলেছুর রহমান আহমেদ, অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলম আমিন।
দ্বিতীয় দিনের মতো নিজেদের দাবি দাওয়া তুলে ধরে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের মেধা, গবেষণা ও উদ্ভাবনী কর্মদক্ষতার মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে আসছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিভিন্ন সময়ে নানা রকমের হয়রানি ও ষড়যন্ত্রের শিকার হচ্ছে । হঠাৎ করে 'প্রত্যয়' নামক সর্বজনীন পেনশন স্কীম পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর চাপিয়ে দিয়ে শিক্ষকদের সাথে চরম বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, যার ফলে শিক্ষকরা আজ চরম উৎকন্ঠিত ও অসন্তুষ্টিতে পর্যোদুস্থ । এই বৈষম্যমূলক প্রজ্ঞাপনের ফলে মেধাবীরা আজ শিক্ষকতা নামক মহান পেশা থেকে দূরে সরে যাবে এবং দেশের মেধা বিদেশে পাচার হয়ে যাবে । এটা দেশের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। এ অবস্থা উত্তরণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজ রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বৈষম্যমূলক সর্বজনীন পেনশন প্রত্যাহারের দাবিসহ অন্যান্য দাবি আদায়ের লক্ষ্যে অনেক দিনধ রেই নানা আন্দোলন কর্মসূচির মাধ্যমে সংশি¬ষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছে কিন্তু অদ্যাবধি যথাযথ কর্তৃপক্ষের পক্ষ থেকে আশানুরূপ কোন পদক্ষেপ নেয়া হয়নি ।
তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কঠিন থেকে কঠিনতর আন্দোলনে যেতে বাধ্য হচ্ছে। শিক্ষকদের মাঝে বিরাজমান উৎকন্ঠা ও অসন্তুষ্টি লাঘব করে অনতিবিলম্বে উপরি-উক্ত দাবি সমূহ বাস্তবায়ন করে দ্রুত শিক্ষার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে সরকারের সংশি¬ষ্টমহলের হস্তক্ষেপ কামনা করেন।
অন্যথায়, শিক্ষকরা তাদের দাবি আদায় না হওয়াপর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবে।
উল্লেখ্য, ৩ দফা দাবিতে নিজের অধিকার আদায়ে গত ৯ মে মানববন্ধন ও ১১ মে কালোব্যাজ ধারণসহ নানা শান্তিপূর্ণ কর্মসূচী করে আসলেও সরকারের পক্ষ এখনো কোনো ইতিবাচক সিদ্ধান্ত না আসায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ফেডারেশনের সাথে একাÍতা পোষণ করে শাবিপ্রবি শিক্ষক সমিতির পক্ষ থেকে বলাহয়, ২৫ থেকে ২৭ জুন ৩ দিন অর্ধ দিবস কর্মসূচি, ৩০ জুন পূর্ণ দিবস কর্মসূচি এবং পহেলা জুলাই থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাÍক কর্মসূচি পালন করার ঘোষণা করা হয়েছে,এসময় ক্লাস পরীক্ষা সবকিছু বন্ধ থাকবে ।
এসএ/সিলেট