কুরআনের সঠিক ও সুস্পষ্ট ব্যাখ্যা...
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, কুরআনের সঠিক ও সুস্পষ্ট ব্যাখ্যা তুলে ধরতে হবে। দিকভ্রান্ত জাতিকে...
ছবি সংগৃহীত
সিলেটের বিয়ানীবাজারে ফেসবুকে মন্তব্য করাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় প্রায় ঘন্টাব্যাপী চলা এ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (২৫ জুন) দুপুরে উপজেলার দুবাগ ইউনিয়নের চরিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
বিভিন্ন সূত্র জানায়, ৩-৪দিন আগে স্থানীয় লন্ডনী বাড়ির সাজুর সাথে ফেসবুকে লেখা নিয়ে কথা কাটাকাটি হয় নয়াবাড়ির এক ব্যক্তির। এর জের ধরে এই দুই গোষ্ঠির মধ্যে উত্তেজনা দেখা দেয়।
একপর্যায়ে একপক্ষ থানায় অভিযোগ করলে মঙ্গলবার (২৫ জুন) সকালে পুলিশ তদন্তে যায়। পুলিশের উপস্থিতিতে দুইপক্ষ সামাজিক নিষ্পত্তি মেনে ১০ হাজার টাকা করে মোড়লদের কাছে জামানত দেন। কিন্তু দুপুরের দিকে বিরোধীয় দুইপক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায়।
এতে উভয়পক্ষের অন্ততঃ ২০জন আহত হয়েছেন। এরমধ্যে হারুন রশীদ, আমজাদ হোসেন, রাহাত আহমদ, পারভেজ আহমদ, মতিউর রহমান, মানিক আহমদ, কামাল হোসেন, মাহবুবুর রহমান, আব্দুল হাফিজ, জসীম উদ্দিন, জাহেদ আহমদ, শিহাব উদ্দিন, নজরুল ইসলাম, আলী হায়দার ও আলী আহমদ বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসা নিয়েছেন। অপর আহতরা অন্যত্র চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বলেন, ওই এলাকায় পানি থাকায় কিছুটা দেরীতে পুলিশ পৌঁছে। আমরা সংঘর্ষ থামিয়ে ইন্ধনদাতাদের ২-৩জনকে আটক করেছি।
এসএ/সিলেট