হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে দু'পক্ষের...
হবিগঞ্জের লাখাইয়ে ব্যাটারি চালিত অটোরিকশাতে যাত্রী ওঠা-নামা নিয়ে দু'পক্ষের মারামারিকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়েছেন দুই গ্রামবাসী। এতে...
ছবি সংগৃহীত
হবিগঞ্জের আজমিরীগঞ্জে বানের পানিতে কচুরিপানার সঙ্গে একটি মেছো বিড়াল ভেসে এসেছে। সোমবার (২৪ জুন) বিকেলে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের কামালপুর গ্রামে স্থানীয় কয়েকজন যুবক বিড়ালটি উদ্ধার করে।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে কালনী নদীতে কচুরিপানার উপর মেছো বিড়ালটি ভেসে কাকাইলছেও ইউনিয়নের কামালপুরে চলে আসে। এ সময় খাবারের খোঁজে প্রাণীটি গ্রামের একটি বাড়ির পাশে গেলে স্থানীয় কয়েকজন কিশোর বাঘের বাচ্চা মনে করে ধাওয়া দেয়। পরে বিড়ালটি গাছের উপর উঠে পড়ে। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে কয়েকজন যুবক মেছো বিড়ালটিকে উদ্ধার করে।
কামালপুর গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম জীবন বলেন, বিড়ালটি ক্ষুধার্ত অবস্থায় গ্রামে প্রবেশ করে। প্রাণীটিকে উদ্ধারের পর খাবার দেওয়া হচ্ছে। বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের লোকজন এসে এটিকে নিয়ে গেলে ভালো জায়গা পাবে। নয়তো মানুষ না বুঝে কিংবা ভয়ে মারধর করবে।
স্থানীয় ইউপি সদস্য জোবাইর আহমেদ জাবেদ বলেন, মেছো বিড়ালটিকে এখন স্থানীয়দের জিম্মায় রয়েছে। এটিকে খাবার দেয়া হয়েছে। আমি বিষয়টি ইউএনও মহোদয়কে অবগত করেছি৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল ভৌমিক বলেন, বিষয়টি বন্যপ্রাণী ব্যাবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে অবগত করা হয়েছে৷ সিলেট বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম বলেন, মেছো বিড়ালটি ওয়াইল্ড লাইফ রেঞ্জারের মাধ্যমে উদ্ধার করা হবে।
এসএ/সিলেট