সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস-অটোরিকশা...
সুনামগঞ্জ সদরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও তিনজন।শনিবার সকাল সাড়ে ৭টায় সদর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলার মাঝামাঝি...
প্রতীকী ছবি
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় মরিয়ম আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মরিয়ম শান্তিগঞ্জের সুলতানপুর গ্রামের ইমদাদুল হকের মেয়ে।
সোমবার (২৪ জুন) সকাল ১১ টায় শান্তিগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজের সামনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শান্তিগঞ্জের আব্দুল মজিদ কলেজ সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অতিক্রম করার সময় সিলেট থেকে সুনামগঞ্জগামী ট্রাকের (ঢাকা মেট্রো ট-২৪-৩১৫৫) সাথে মরিয়মের ধাক্কা লাগলে সে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস টিম মরিয়মের মরদেহ উদ্ধার করে।
জয়কলস হাইওয়ে থানা পুলিশের ওসি আব্দুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেট থেকে সুনামগঞ্জগামী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে এক শিশু মারা গেছে। ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে।
এসএ/সিলেট