কদমতলীতে হোটেল সাগরে অসামাজিক কার্যকলাপ; ২ নারী কারাগারে

post-title

ছবি সংগৃহীত

দক্ষিণ সুরমার কদমতলীতে হোটেল সাগরে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে গ্রেফতার ২ নারীকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (২৩ জুন) দুপুরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম রোববার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার (২২ জুন) সন্ধ্যা সোয়া সাতটার দিকে দক্ষিণ সুরমা থানাধীন কদমতলীস্থ হোটেল সাগর রেষ্ট হাউজে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে ২ নারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নারীরা হলেন- সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানাধীন লামাকাজি এলাকার মো. সেলিম মিয়ার মেয়ে রোকসানা আক্তার ও মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার সুলতানপুর এলাকার শাহ আলমের মেয়ে মোছা. রুপা বেগম।

এসএ/সিলেট