সিসিকের ৬০ লক্ষ টাকার কর পরিশোধ করলো সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ

post-title

ছবি সংগৃহীত

সিলেট সিটি কর্পোরেশনের কর পরিশোধ করেছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ। রবিবার (২৩ জুন) সকাল ১০টায় সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর হাতে ৬০ লক্ষ টাকার একটি চেক হস্তান্তর করেন ইঞ্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রউফ।

সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ইঞ্জিনিয়ারিং কলেজকে ধন্যবাদ জানিয়ে বলেন, সিলেট নগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়নে সব সময় সহযোগিতা করবে সিটি কর্পোরেশন। তিনি আরও বলেন, নিয়মিত কর পরিশোধ করা আমাদের সকলের দায়িত্ব। যারা নিয়মিত কর পরিশোধ করেন তারা নগরীর উন্নয়নে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সহযোগিতা করছেন। তাদের আমরা সম্মান জানাই। এই সিলেট নগরী আমাদের সকলের। নগরীর উন্নয়নে নিয়মিত কর পরিশোধের বিকল্প নেই। তাই নগরবাসীকে কর পরিশোধের জন্য উদাত্ত আহ্বান জানান তিনি।

এসময় সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এসএ/সিলেট