সুনামগঞ্জে নিখোঁজের ১৪ দিন পর...
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় নিখোঁজের ১৪ দিন পর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোররাত ১টার দিকে সদর উপজেলার...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ১০ লাখ ৫৫ হাজার ৭শ' ৫০ টাকা মূল্যের ভারতীয় শেখ নাসির উদ্দীন বিড়ি ও কসমেটিকস জব্ধ করেছে বিজিবি। তবে চোরাচালানে জড়িত কেউ আটক হয়নি।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া বাজারস্থ চোরাকারবারি রাব্বিল মিয়ার গোডাউনে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য মজুদ করার সংবাদ পেয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) আওতাধীন স্থানীয় বাশঁতলা বিওপির টহল হাবিলদার আব্দুল কাইয়ুমের নেতৃত্বে শনিবার (২২ জুন) মধ্যরাতে চৌধুরীপাড়া বাজার কমিটি ও স্থানীয় জনতার সহযোগিতায় ৩৮ হাজার পিস ভারতীয় সেখ নাসির উদ্দীন বিড়ি, ২ হাজার ৮শ' ২০ পিস নিভেয়া (Nivea) সফট ক্রিম, ৪শ' ৯০পিস নিভেয়া (Nivea) বডি লোশন, ৮০ কেজি ইস্ট পাউডার এবং ২৫ কেজি চাউল জব্ধ করা হয়েছে। যার সিজার মূল্য ১০ লাখ ৫৫ হাজার ৭শ' ৫০ টাকা।
বাঁশতলা বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার আব্দুল কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, চোরাকারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট