অভিনব উপায়ে চ্যাম্পিয়ন্স ট্রফির...
নিউজিল্যান্ডের বৈশ্বিক ইভেন্টের স্কোয়াড ঘোষণায় সব সময়ই থাকে ব্যতিক্রমী আয়োজন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত দলেও এই ধারা বজায় রেখেছে...
ছবি সংগৃহীত
ঋষভ পন্তকে থামাতেই পারছিল না কেউ। প্রথম ১৫ বলে ১২ রান করলেও মুস্তাফিজের ওভারে চড়াও হয়েছিলেন। এরপর রিশাদের দ্বিতীয় ওভারের প্রথম তিন বলেই ১১ রান তুলেছেন। চতুর্থ বলে সুইপ মারতে গিয়ে তানজিমের তালুবন্দি হয়ে সাজঘরে ফিরেছেন। ২৪ বলে ৩৬ রান করেন পন্ত। ১৩ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১১৫ রানে ব্যাট করছে ভারত। ক্রিজে দুবের সঙ্গী হার্দিক।
তানজিমের জোড়া শিকার কোহলি-সূর্য
হাত খুলে মারতে শুরু করেছিলেন কোহলি। নিজের দ্বিতীয় ওভারে এসে প্রথম বলেই কোহলির স্ট্যাম্প উড়ালেন তানজিম সাকিব। বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে ২৮ বলে ৩৭ রান করেন কোহলি। পরের বলে এসেই ছক্কা হাঁকালেন সূর্যকুমার। কিন্তু ছক্কা হাঁকানোর পরের বলেই তানজিমের দ্বিতীয় শিকার হয়ে ফিরেছেন প্যাভিলিয়নে। ৮.৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৭৮ রানে ব্যাট করছে ভারত। ক্রিজে দুবের সঙ্গী পন্ত।
রোহিতকে ফিরিয়ে সাকিবের ৫০
চার-ছক্কা হজমের পর রোহিতকে থামিয়েছেন সাকিব। প্রথম ওভারে ১৫ রান দিয়েছিলেন। নিজের দ্বিতীয় ওভার করতে এসে ৩ বলে দিয়েছিলেন ১০ রান। এরপর সাকিবকে উড়িয়ে মারতে গিয়েই জাকের আলীর ক্যাচে ফেরেন রোহিত। ৩৯ রানে প্রথম উইকেট হারিয়েছে ভারত। এর মধ্যে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট নিলেন সাকিব।
৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৫৩ রানে ব্যাট করছে ভারত। ক্রিজে কোহলির সঙ্গী পন্ত।
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন
ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাংলাদেশ-ভারতের ম্যাচে যথাসময়েই টস সম্পন্ন হয়েছে। টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাই আগে বোলিং করবে সাকিব-মুস্তাফিজরা।
আগের ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিনের জায়গায় একাদশে ফিরেছেন জাকের আলী অনিক। দুই পেসার আর তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট। ভারত তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি। গত ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে আজও।
বাংলাদেশ-ভারতের মধ্যকার সুপার এইটের ম্যাচটি রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে স্যার ভিভ রিচার্ড স্টেডিয়ামে। বাংলাদেশ ম্যাচটি জিতে গেলে সেমিফাইনালে উন্নীত হওয়ার রেসে থাকবে। হেরে গেলে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিতে হবে টাইগার বাহিনীকে। গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে সুপার এইটে উন্নীত হয় বাংলাদেশ। টি২০ বিশ্বকাপে এটাই বাংলাদেশের সেরা সাফল্য।
কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন, সুপার এইটে জয় পেলে সেটা হবে বোনাস। আজ তারা বোনাসের খোঁজে ভারতের মুখোমুখি হবে। শেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ প্রথম ম্যাচ হারলেও ভারত প্রথম ম্যাচ জিতেছে আফগানিস্তানের বিপক্ষে। ভারত আজ জিতে গেলে সেমিফাইনাল নিশ্চিত হবে। তবে তাদের পার্টি ভন্ডুল করতে লড়বে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মাহেদী হাসান, জাকের আলি অনিক, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব।
ভারত একাদশ: রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্ত, সূর্যকুমার যাদব, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং।
এসএ/সিলেট