জৈন্তাপুর মডেল থানা পুলিশের পক্ষ থেকে বন্যা দূর্গত মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ

post-title

ছবি সংগৃহীত


সিলেট জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার পাশা পাশি পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন নেতৃত্বে করোনা মহামারী, বন্যা সহ অন্যান্য যে কোন দুর্যোগে সিলেট জেলা পুলিশ অসহায় মানুষের পাশে রয়েছেন।

চলমান সিলেট জেলায় ভয়াবহ বন্যা কবলিত মানুষকে উদ্ধার সহ ত্রাণ বিতরণ, রান্না করা খাবার, বন্যা আশ্রয় কেন্দ্রের নিরাপত্তা সহ আইন শৃংখলা রক্ষায় সিলেট জেলা পুলিশের সকল সদস্যগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। 

শুক্রবার ( ২১ জুন) জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মোঃ তাজুল ইসলাম (পিপিএম) ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আল আমীন সঙ্গীয় পুলিশ ফোর্স সহ জৈন্তাপুর উপজেলার ৪নং দরবস্ত ইউনিয়ন এর ৩ টি আশ্রয়কেন্দ্রে খাজার মোকাম উচ্চ বিদ্যালয়ে ৩৫ টি অসহায় পরিবার, আব্দুল লতিফ জুলেখা গার্লস স্কুলে ১৫ টি অসহায় পরিবার ও তেলিজুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১২ টি অসহায় পরিবারের মোট ২৯০ জন বন্যার্থ অসহায় মানুষের মধ্যে জৈন্তাপুর মডেল থানার পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক নেতৃবৃন্দ সাথে ছিলেন। প্রেস বিজ্ঞপ্তিতে জৈন্তাপুর মডেল থানার মিডিয়া উইং অফিসার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী এই তথ্য জানিয়েছেন।

এসএ/সিলেট