সিলেটে বিশ্ব টিকাদান দিবস পালিত
টিকাদান কর্মসূচির মূল লক্ষ্য হলো রোগপ্রতিরোধের মাধ্যমে জীবন বাঁচানোর পাশাপাশি সুস্বাস্থ্যে বলীয়ান বাংলাদেশ গঠন করা। আমরা সবাই মিলে কাজ করলে বাংলাদেশ অদূর...
ছবি সংগৃহীত
দ্বিতীয় দফা বন্যায় আক্রান্ত সিলেট জেলা। পানিবন্দি রয়েছেন ১৩টি উপজেলার মানুষ। বন্যার কারণে বেকার সময় পার করছেন গৃহকর্তারা।নিম্ন আয়ের অস্বচ্ছল পরিবারগুলোতে চলছে হাহাকার। দেখা দিয়েছে খাদ্যসংকট। প্রাকৃতিক দুর্যোগে মানবেতর জীবনযাপন করা মানুষের পাশে দাঁড়িয়েছে সিলেট জেলা পুলিশ।
গত কয়েকদিন ধরে সিলেট জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুনের দিক-নির্দেশনায় বন্যাকবলিত এলাকায় ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে।
বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে সিলেটের কানাইঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে কানাইঘাট থানা পুলিশ। উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের সড়কের বাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা আশ্রয়কেন্দ্রে থাকা ৪০টি পরিবারের ২০০ জনের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়।
এর আগে গত বুধবার (১৯ জুন) কানাইঘাট মহিলা কলেজ ও পাবলিক স্কুল আশ্রয়কেন্দ্রে থাকা ৬০টি পরিবারে এই ত্রাণ সহায়তা দেওয়া হয়। ত্রাণ বিতরণকালে কানাইঘাট সার্কেলের এএসপি অলক কান্তি শর্মা,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, ওসি (তদন্ত) উজায়ের আল-মাহমুদ আদনানসহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
একইদিন কোম্পানীগঞ্জ উপজেলায় আশ্রয় কেন্দ্রে ২০০জন বন্যার্ত মানুষকে ভ্রাম্যমান মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর আগে ১৮জুন কোম্পানীগঞ্জ থানা পুলিশ ইসলামপুর পূর্ব ইউনিয়নের কলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুধবারী বাজার ও মেঘারগাঁও উত্তর রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ১১০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে।
বৃহস্পতিবার জৈন্তাপুর মডেল থানা পুলিশ উদ্যোগে উপজেলার ৪নং দরবস্ত ইউনিয়ন ও ৬নং চিকনাগুল ইউনিয়নের ৬টি আশ্রয়কেন্দ্রে ৪৬০ জন বন্যার্ত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
গত ৪ দিন ধরে মানুষকে পানিবন্দি অবস্থা থেকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিচ্ছে গোয়াইনঘাট থানা পুলিশ। সেই সাথে শুকনো খাবার ও রান্না করা খাবার বিতরণ এবং বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বুধবার (১৯ জুন) বুধবার বিকেলে উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের হাদারপার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিছনাকান্দি ইউনিয়নের কুপার বাজার উচ্চবিদ্যালয় আশ্রয় কেন্দ্রে আড়াই শতাধিক বন্যার্ত মানুষের পাশাপাশি বিচ্ছিন্ন ভাবে আশ্রিত আরও শতাধিক মানুষের মাঝে থানার পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হয়। এসময় আশেপাশের পানিবন্দি মানুষের মধ্যে তৈরি করা খাবারের প্যাকেট বিতরণ করা হয়।
এব্যাপারে সিলেট জেলা সহকারী পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো.সম্রাট তালুকদার বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন প্রয়োজনে জনগণের জন্য মানবিক কাজ করে পুলিশ। এরই ধারাবাহিকতায় বর্তমান বন্যা পরিস্থিতিতে আমরা সিলেট জেলা পুলিশের প্রত্যেক সদস্য বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, আশ্রয়কেন্দ্রের নিরাপত্তাসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
এসএ/সিলেট