বিশিষ্ট লেখক, গবেষক ড. রণজিত সিংহ আর নেই

post-title

ফাইল ছবি

আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদকপ্রাপ্ত দ্বিভাষী বিশিষ্ট লেখক, গবেষক ড. রণজিত সিংহ আর নেই। শনিবার (১৫ জুন) সকাল সাড়ে ৮টায় তিনি আকস্মিক অসুস্থ হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

তাঁর জন্ম মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ঘোড়ামারা গ্রামে ১৯৫৫ সালের ২১ শে ফেব্রুয়ারি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য স্বজন-শুভাকাঙ্খি রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা মণিপুরী সমাজ ছাড়াও লেখক বুদ্ধিজীবী সমাজে।

দুপুরে প্রয়াতের মরদেহ দেখতে মৌলভীবাজার শহরে লেখক সাহিত্যিকরা ভীড় করেন। শবদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেলে সেখানে শোকার্ত মানুষের ঢল নামে।

এদিকে. গবেষক রণজিৎ সিংহের মৃত্যুতে শোক জানিয়েছেন, বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুস শহীদ এমপি, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, মৌলভীবাজার সদর উপজেলার চেয়ারম্যান মো. কামাল হোসেন, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান, শ্রীমঙ্গল পৌর মেয়র মহসিন আহমদ মধু, কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমদ প্রমুখ।

এছাড়াও শোক জানিয়েছেন,আন্তজার্তিক মাতৃভাষা ইন্সটিটিউট এর উপ-পরিচালক নাজমুন নাহার, লেখক ও ভাষাবিজ্ঞানী ড. সেলু বাসিত, কবি ও গবেষক প্রফেসর নৃপেন্দ্র লাল দাশ, লেখক ও গবেষক রসময় মোহান্ত, শিক্ষাবিদ ও গবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ, ড. শোয়াইব জিবরান, কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু প্রমুখ।

বিশিষ্ট লেখক গবেষক এবং তাজপুর ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যাপক ড. রণজিত সিংহ বাংলা ও বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় অনেক বই লিখেছেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় পয়ঁত্রিশটি।

তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ, স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের মণিপুরী সমাজ। মাতৃভাষার সুরক্ষা, উন্নয়ন ও পুনরুজ্জীবনের অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০২৩ সালে তিনি আন্তর্জান্তিক মাতৃভাষা জাতীয় পদকে ভ‚ষিত হন। এছাড়াও তিনি সাহিত্যচর্চা ও গবেষণার জন্য বাংলাদেশ ও ভারতে পেয়েছেন অনেক পুরস্কার ও সম্মাননা। 

এসএ/সিলেট