হবিগঞ্জে ডাকাতি ও হত্যা মামলায়...
হবিগঞ্জে ডাকাতি ও হত্যা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯। ডাকাতি করে ফেরার পথে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে খুন করে ডাকাতদল। এ মামলায় দীর্ঘদিন সে...
ছবি সংগৃহীত
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। এসময় চালকসহ আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১২ জুন) দুপুর ১টায় উপজেলার লস্করপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
স্থানীয়রা জানান, চট্রগাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন লস্করপুর রেলগেটে পৌছালে গেটম্যান বাঁশ ফেলে যান চলাচল বন্ধ করে দেন। এসময় শায়েস্তাগঞ্জগামী একটি অটোরিকশা সিগন্যাল অমান্য করে রেললাইনের ওপর উঠে পড়ে। এতে পাহাড়িকা ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার নারী যাত্রী ঘটনাস্থলেই মারা যান। অন্যরা যাত্রীরা গুরুতর আহত হন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ ফাড়ি ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে হাসাপতালের মর্গে পাঠানো হয়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মীর সাব্বির আলী বলেন, রেলগেটে চলাচল বন্ধের পরও অটোরিকশার চালক রেললাইনে ওঠায় এ দুর্ঘটনা ঘটে।
এসএ/সিলেট