লাক্কাতুরায় বজ্রপাত থেকে আগুন, ৯ দোকান ক্ষতিগ্রস্ত

post-title

ছবি সংগৃহীত

সিলেটে বজ্রপাত থেকে আগুন লেগে ৯টি দোকান ও ৪টি সিএনজিচালিত অটোরিকশা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
 
আজ সোমবার সকাল ছয়টায় লাক্কাতুরাস্থ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টিকেট কাউন্টারের বিপরীত পাশের দোকানগুলোতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগরের বিমানবন্দর থানার ওসি মোহম্মাদ মঈন উদ্দিন শিপন।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে বজ্রপাতে থেকে সৃষ্ট আগুনে কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। সিলেট ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। 


এদিকে আগুনের খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এর আগে সকালে যুক্তরাজ্য থেকে সিলেটে ফেরেন তিনি।

এসএ/সিলেট