শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রবিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে শ্রীমঙ্গলে এ পর্যন্ত এটিই সর্বনিম্ন...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দু'টি চোরাই মোটরসাইকেলসহ আন্ত:জেলা চোরচক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল পুলিশ।
শ্রীমঙ্গল থানা সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম শনিবার ( ৮ জুন) রাত সাড়ে ৯ টার দিকে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার সড়কস্থ হোটেল ইছাকী এমোস-এর আন্ডার গ্রাউণ্ডের ভেতরে অভিযান পরিচালনা করে।
এসময় একটি নীল রঙের ১১০ সিসি হোন্ডা লিভো মোটরসাইকেল উদ্ধার এবং চোরচক্রের সদস্য মিল্টন সরকারকে গ্রেফতার করা হয়। মিল্টনের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা এলাকায় বলে পুলিশ জানায়।
পুলিশ পরিদর্শক ( তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, পরবর্তীতে আসামী মিল্টন সরকারকে জিজ্ঞাসাবাদে ওই আন্ডারগ্রাউণ্ডে লাল রঙের আরো একটি চোরাই মটরসাইকেল আছে বলে জানায়। পরে পুলিশ সেখান থেকে ১৬০ সিসি এপাচী নামের আরেকটি মোটরসাইকেল উদ্ধার করে।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে উপ-পুলিশ পরিদর্শক সুব্রত চন্দ্র দাস অভিযানে ছিলেন।
এ সময় চোরচক্রের সদস্য মিল্টনের কাছ থেকে ৭টি মাস্টার কী ( চাবি) উদ্ধার করে পুলিশ। শ্রীমঙ্গল পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামী মিল্টন কুখ্যাত মোটরসাইকেল চোরচক্রের মুল হোতা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২০টি চুরির মামলা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে।
এসএ/সিলেট