সিলেটে পরিচ্ছন্নতা কর্মীদের...
পরিচ্ছন্ন কর্মীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে তাদের জন্য উপযোগী ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী নিয়ে এক বছরব্যাপী গবেষণা শেষে কর্মশালা অনুষ্ঠিত হলো সিলেটে। সিলেট...
ছবি সংগৃহীত
সিলেটে ভিএফএস গ্লোবালে ইতালি ভিসা প্রত্যাশীরা গণঅবস্থান কর্মসূচি পালন করেছে। দীর্ঘদিন থেকে ভিসা প্রত্যাশীদের ভোগান্তির প্রতিবাদে শান্তিপূর্ণ গণঅবস্থান কর্মসূচি পালন করে তারা।
রোববার (৯ জুন) সকাল সাড়ে ১১টায় নগরীর মির্জাজাঙ্গালস্থ নির্ভানা ইনের সামনে ভুক্তভোগীরা জড়ো হতে থাকে।
দীর্ঘদিন থেকে আটকে থাকা ইতালির পাসপোর্ট দ্রুত ফেরত দেওয়ার দাবি নিয়ে ভুক্তভোগীরা জড়ো হয়ে তাদের ক্ষোভ প্রকাশ করে। এসময় বিভিন্ন ফেস্টুন ব্যানার নিয়ে তাদের দাবিগুলো তুলে ধরেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীরা জানান, গত বছরের ১৬ আগস্ট থেকে ইতালি এম্বেসির কাছে জিম্মি হয়ে আছে তারা। তাদের দাবি ভিসাসহ পাসপোর্ট ফেরত। ভুক্তভোগীরা বলেন- নুলস্তা সঠিক হলে ভিসা দেন, জাল হলে পাসর্পোট চাই বিভিন্ন শ্রোগানে লিখিত প্রস্তাবনা নিয়ে তাদের দাবি তুলে।
জগন্নাথপুর থেকে আসা ভুক্তভোগী এক তরুণ বলেন, আমরা পাসপোর্ট জমা দেই ভিসা দেবার জন্য। কিন্তু তারা সেটি দিচ্ছে না। নতুন ফাইল যারা জমা দিচ্ছে ১/২ মাসের মধ্যে তাদের ফাইল ডেলিভারি হচ্ছে। কিন্তু পুরাতনদের কাজ আটকে রাখছে। আমাদের ভিসা দিচ্ছে না। যতদ্রুত সম্ভব পাসপোর্ট ফেরত চাই। কারণ আমরা তিলেতিলে শেষ হয়ে যাচ্ছি। ইতালি যাবার ব্যাপারে যোগাযোগ করলেই তারা বলে সময় লাগবে, অপেক্ষা করুন। যখন সম্ভব হবে আমরা দিয়ে দেবো। এসব বলতে বলতে ১০ মাস হয়ে গেছে।
তারা আরো বলেন, দীর্ঘদিন থেকে ইতালি ভিসা আটকা থাকায় কোন কুল পাচ্ছি না। না দেশে কিছু করতে পারছি, না বিদেশে যেতে পারছি। ব্যবসায় বাণিজ্য করবো তাও কোন অর্থ নেই। বারবার বলে সময় লাগবে। কতদিন লাগবে সেটিও বলে না। পাসপোর্ট ভিসাসহ সবকিছু ফেরত চাই। বিদেশে যেতে পারলে আমাদের রেমিটেন্স দিয়ে দেশে উন্নয়ন হবে। একটা সুনামধন্য প্রতিষ্ঠানে জব করতাম এখন বিদেশে যাবো বলে সব প্রস্তুতি নিয়ে এখন অসহায় মত জীবনযাপন করছি। আমাদের বিদেশে পাঠানো ব্যবস্থা করুন না হলে সব ফেরত দিন। আমাদের সময় মূল্য আছে। আমাদেরকে বাঁচান। এভাবে আকুতি করে ভুক্তভোগিরা তাদের দাবি জানান।
এসএ/সিলেট