সিলেটে এবার তিন ট্রাক ভর্তি ভারতীয় চিনি উদ্ধার : আটক ২ চোরাকারবারী

post-title

ছবি সংগৃহীত

১৪ ট্রাক চোরাই চিনি জব্দের ঘটনার রেশ কাটতে না কাটতে ওসিলেটে নতুন করে আরো ৩ ট্রাক ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। তিন ট্রাকে প্রায় ৬০ লাখ টাকা বাজার মূল্যের ৯৪০ বস্তা চিনি জব্দের পাশাপাশি দুই চোরকারবারীকে আটক করা হয়েছে।

শনিবার ( ৮ জুন) বেলা দেড়টার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের একটি দল অভিযান চালিয়ে মোগলাবাজার থানার জকিগঞ্জ রোডের কুচাইয়ের পাকপাঞ্জাতন মার্কেটের সামনে থেকে ট্রাক তিনটি আটক, ৯৪০ বস্তা চিনি যার বাজারমূল্য প্রায় ষাট লাখ টাকা ও দুই চোরাকারীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন রাজশাহীর গোদাগাড়ি থানার বিজয়নগর গ্রামের মনিরুজ্জামান মন্টুর ছেলে মোহাম্মদ মেজর ও জিনাইদহ সদর থানার শিকারপুর গ্রামের মো. জাহিদের ছেলে মোহাম্মদ ইয়াসিন।

তাদের বিরুদ্ধে মোগলাবাজার থানায় এজাহার দাখিল ও মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।


এসএ/সিলেট