মাধবপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

post-title

ছবি সংগৃহীত

মাধবপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে। ‘সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায়  শনিবার (৮ জুন) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৩ দিন ব্যাপী এ মেলার আয়োজন করা হয়। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে শুরু হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন,পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সাল চৌধুরী। উপস্থিত ছিলেন সাংবাদিক, কৃষক কৃষাণী সহ অনেকেই। উদ্বোধন শেষে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এসএ/সিলেট