প্রভাষক জুয়েল হত্যায় তিন আসামির...
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় প্রভাষক আবু তৌহিদ জুয়েল (৪০) হত্যার ঘটনায় ৩ আসামিকে ৭ বছরের জেল ও ৬ জনকে খালাস দিয়েছেন আদালত। সোমবার (২৭ জানুয়ারি) সিলেটের দ্রুত...
ছবি সংগৃহীত
নগরীর হযরত মানিকপীর (রহ.) কবরস্থানের টিলায় ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনায় আটক শাহীন আহম্মদকে (১৯) রিমান্ডে দিয়েছে আদালত। সিলেটের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ছগির আহমেদ এ আদেশ দেন। পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
শুক্রবার (৭ জুন) বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন শিপন জানান, আটক যুবককে দুইদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
এরআগে গত বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে নগরীর হযরত মানিকপীর (রহ.) এর কবরস্থানের পাশে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আবুল হাসান সাবিল
সিলেটের জকিগঞ্জ উপজেলার আবদুল হান্নান শিমুলের ছেলে। তিনি নগরীর ইলেকট্রিক সাপ্লাইয়ে একটি ভাড়া বাসায় থাকতেন এবং পাঠাও কুরিয়ারে ডেলিভারির কাজ করতেন।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় সাবিলের লাশ উদ্ধার করা হয়। লাশের পাশে পাঠাও কুরিয়ারের কিছু ডেলিভারি সামগ্রী ও একটি বাইসাইকেল পাওয়া যায়। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ছোরা উদ্ধার করা হয়। এ ঘটনায় শাহীন নামে একজনকে আটক করে পুলিশ। শাহীন কাজীটুলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এসএ/সিলেট