বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ...
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ সীমিত করলো সরকার।বৃহস্পতিবার (২৪ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত...
সিলেটে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যোগ্যতাসম্পন্ন বেকার যুবদের জন্য দিনব্যাপি চাকুরি-মেলা অনুষ্টিত হয়েছে। নগরীর সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাব প্রাঙ্গনে বৃহস্পতিবার (৬ মে) এ মেলা অনুষ্টিত হয়।
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্যমূলক চর্চা লাঘব এবং তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাদের ক্ষমতায়ন এবং বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন এবং ক্রিশ্চিয়ান এইড এর সহায়তায় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাসাইটি মেলাটির আয়োজন করে।
মেলার উদ্ভোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মখলিছুর রহমান কামরান। তিনি বলেন, এ ধরনের একটি মহতি উদ্যোগ আমাদের জন্য প্রশংসনীয়। সমাজের অবহেলিত এসব মানুষের চাকুরীর সুযোগ করে দিতে এই চাকুরী মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ ধরনের উদ্যোগ নেয়ায় সংষিøষ্টদের ধন্যবাদ জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, জেলা সহকারী শিক্ষা অফিসার আকরাম হোসেন ও সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাউকে বাদ দিয়ে নয় জোট-সিলেট এর সভাপতি জালাল উদ্দিন রুমি।
উল্লেখ্য বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ১১% পিছিয়ে পড়া জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ হলো হিজড়া, দলিত. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, এবং প্রতিবন্ধী ব্যক্তি। জনগোষ্ঠীগুলো তাদের আর্থ-সামাজিক অবস্থান এবং শারীরিক প্রতিবন্ধকতার কারণে মানসম্মত শিক্ষা থেকে শুরু করে একটি সম্মানজনক পেশা গ্রহণের ক্ষেত্রে প্রতিনিয়ত বৈষম্যের শিকার হয়।
বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অনগ্রসরতার একটি অন্যতম প্রধান কারণ হলো অর্থনৈিিতক পশ্চাৎপদতা। তাই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্যমূলক চর্চা লাঘব এবং তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাদের ক্ষমতায়ন এবং বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন এবং ক্রিশ্চিয়ান এইড এর সহায়তায় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাসাইটি, নাগরিক উদ্যোগ, ব্লাস্ট এবং ওয়েভ ফাউন্ডেশন ২০২১ সাল থেকে ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ’ শিরোনামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে।
সুতরাং মর্যাদাপূর্ণ পেশায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তভর্‚ক্তি নিশ্চিত করার লক্ষ্যে ‘কাউকে বাদ দিয়ে নয় জোট’ বিভাগীয় পর্যায়ে চেম্বার অব কমার্স ও যুব উন্নয়ন অধিদপ্তর এর সাথে প্রতিনিয়ত এডভোকেসি করে চলেছে। এই এডভোকেসি কার্যক্রমকে আরো বেগবান করার মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কর্মসংস্থানে অন্তর্ভূক্তির লক্ষ্যে ‘কাউকে বাদ দিয়ে নয় জোট’-এর নেতৃত্বে এ মেলার আয়োজন করা হয়।
উক্ত চাকুরি-মেলা-এ স্থানীয় এবং জাতীয় পর্যায়ের চাকুরিদাতা ১৫ টি ব্যবসায়ী এবং উন্নয়ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং প্রায় ১০০ এর অধিক পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চাকুরিপ্রার্থী অংশগ্রহণ করেন।
এছাড়াও মেলায় বিভাগীয় কাউকে বাদ দিয়ে নয় জোটের সদস্যবৃন্দ, প্রকল্পের অন্তর্ভূক্ত সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) এর সদস্যবৃন্দ, ভলান্টিয়ার, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীগণ অংশগ্রহণ করেন।
মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মো: আজবাহার আলী শেখ, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপ পরিচালক মো: রফিকুল ইসলাম শামীম। সমাপনী অনুষ্ঠানে আয়োজক সংস্থা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির এর পক্ষে প্রকল্প সমন্বয়কারী মো: আল আমিন হোসেন স্বাগত বক্তব্য রাখেন।
এসএ/সিলেট