উপজেলা নির্বাচন : কানাইঘাটে বিজয়ীরা কে কত ভোট পেলেন

post-title

৬ষ্ঠ কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ভাবে ৮১টি ভোট কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে চেয়ারম্যান পদে মোটর সাইকেল প্রতীক নিয়ে ৩৫ হাজার ২৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ।

তার নিকটতম প্রতিদ্বদ্বী প্রার্থী আওয়ামীলীগের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য যুক্তরাজ্য প্রবাসী একেএম শামসুজ্জামান বাহার (ঘোড়া) প্রতীকে ভোট পেয়েছেন ৩১ হাজার ৬০১ ভোট।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে (তালা) প্রতীক নিয়ে ৩২ হাজার ৫৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম নেতা মাওলানা আলতাফ হোসেন। তার নিকটতম প্রতিদ›দ্বী প্রার্থী খেলাফত মজলিশ নেতা খালেদ আহমদ চশমা প্রতীকে পেয়েছেন ২১ হাজার ২১৫ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে (পদ্মফুল) প্রতীক নিয়ে ৪৪ হাজার ৩৩৫ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক রোকশানা জাহান। তার নিকটতম প্রতিদ্বদ্বী প্রার্থী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি খাদিজা বেগম (ফুটবল) প্রতীকে পেয়েছেন ২০ হাজার ১৩৯ ভোট।

চেয়ারম্যান পদে অন্য প্রার্থীদের মধ্যে বেলাল আহমদ (দোয়াত-কলম) প্রতীকে ৭৩৬ ভোট, আবুল মনসুর চৌধুরী সাজু (হেলিকপ্টার) প্রতীকে ৫৬১ ভোট, খায়রুল আমীন (আনারস) প্রতীকে ১৯৯ ভোট, এনামুল হক (কাপ-পিরিচ) ১৩৮ ভোট ও খয়ের উদ্দিন চৌধুরী (টেলিফোন) প্রতীকে ১১৯ ভোট পেয়েছেন।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে অন্য প্রার্থীদের মধ্যে পৌরসভার ৪নং ওয়ার্ডের পদত্যাগ নেয়া কাউন্সিলর জসিম উদ্দিন (মাইক) প্রতীকে ৮ হাজার ৭৫৬ ভোট ও সাবেক প্যানেল মেয়র ফখর উদ্দিন (টিউবওয়েল) প্রতীকে ৪ হাজার ৮৪২ ভোট পেয়েছেন।

উপজেলায় মোট ২ লক্ষ ১৮ হাজার ৯০৯ জন ভোটারের মধ্যে বৈধ ভোট প্রয়োগ করেছেন ৭০ হাজার ৭০৪ জন। শতকরা ৩২.৩০% ভোট গ্রহণ হয়েছে।

উল্লেখ্য, বন্যা পরিস্থিতির মধ্যে কিছু বিচ্ছিন ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। বিভিন্ন ভোট কেন্দ্রে অপ্রাপ্ত বয়ষ্করা জাল ভোট দেয়ার চেষ্টাকালে বেশ কয়েকজনকে আটক করা হয়। অনেককে আটকের পর ছেড়ে দেয়া হয়, কয়েকজনকে সাজা প্রদান করা হয়েছে। 

এসএ/সিলেট