জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান

post-title

ছবি সংগৃহীত


জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে সিলেট জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১০টায় জেলা প্রশাসকের পক্ষে স্মারক লিপি গ্রহন করেন এন ডি সি মো: নাহিদ নিয়াজ শিশির।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সভাপতি গিয়াস আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক সালাউদ্দিন বেলাল, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক সদস্য এম এ হান্নান, সদস্য এডভোকেট মামুন রশিদ, সদস্য নামজুল ইসলাম প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে পাহাড়ী ঢলে সিলেটের উত্তরাঞ্চলের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় পাহাড়ী ঢলে সব কয়টি নদ নদী বিপদ সীমার উপর প্রবাহিত হওয়ায় আকস্মিক বন্যায় জন জীবন আজ চরম বিপর্যস্থ।

এমতাবস্থায় উক্ত অঞ্চলকে বন্যায় দূর্গত অঞ্চল ঘোষনা পূর্বক বন্যায় কবলিত জন গোষ্টির জন্য জরুরী ভিত্তিতে পর্যাপ্ত পরিমান ত্রান সামগ্রী সহায়তার জন্য সুদৃষ্টি কামনা করা হয়।



এসএ/সিলেট