জকিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে

post-title

ছবি সংগৃহীত

সিলেটের  জকিগঞ্জ- আটগ্রাম সড়কে একটি যাত্রবাহী বাস  নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে আহত হন  ৭ যাত্রী।বৃহস্পতিবার (৩০ মে) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার জকিগঞ্জ- আটগ্রাম সড়কের লামারগ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, জকিগঞ্জ থেকে যাত্রীবাহী একটি বাস  সিলেটে আসার পথে জকিগঞ্জ- আটগ্রাম সড়কের লামারগ্রামে এসে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় বাসে থাকা যাত্রীরা নিরাপদে বের হলেও আহত হন সাতজন। এরমধ্যে গুরুতর অবস্থায় একজনকে  সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী জানান, এ ঘটনায় আহতরা গুরুতর নন। বাসে থাকা অন্যান্য যাত্রীরা নিরাপদে বাস থেকে বের হন। 

এসএ/সিলেট