কৃষক ও খামারিদের সেবা দিলো সিকৃবির শিক্ষার্থীরা

post-title

ছবি সংগৃহীত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ৩টি অনুষদের শিক্ষার্থীরা একসাথে গ্রামে গ্রামে গিয়ে কৃষকদের সেবা দিয়ে এসেছে। পাশাপাশি কৃষি ও খামার নিয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছে বলে জানিয়েছে  বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।

মূলত ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ, কৃষি অনুষদ ও মাৎস্যবিজ্ঞান অনুষদের ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা এই মাঠ পর্যায়ে অভিজ্ঞতা অর্জন করলো।

সিলেটর দক্ষিন সুরমা উপজেলার মোল্লারগাঁও, তেতলি, জালালপুর ও দাউদপুর এই ৪টি ইউনিয়নে কৃষক ও খামারিদের সাথে মতবিনিময় করে এবং সেবা প্রদানের উদ্দেশ্যে মাঠসফর করেছে সিকৃবির শিক্ষার্থীরা। স্ব স্ব অনুষদের নির্ধারিত শিক্ষকবৃন্দ সার্বিক বিষয়টি তত্ত্বাবধান করেছেন।


এসএ/সিলেট