জকিগঞ্জে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

post-title

ফাইল ছবি

সিলেটের জকিগঞ্জে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মে) সকালে উপজেলার সুলতানাপুর ইউনিয়নের গেছুয়া গ্রামের একটি পুকুরে পড়ে তাদের মৃত হয়।

নিহত দুই শিশু উপজেলার সুলতানাপুর ইউনিয়নের গেছুয়া গ্রামের গোউস উদ্দিনের মেয়ে ইভা (৭) ও ইকরাম উদ্দিনের মেয়ে শুভা (৮)। তারা সম্পর্কে চাচাতো বোন।

জানা যায়, evwoi cv‡ki czKz‡i Avg Kzov‡Z hvq Bfv I ïfv| GKch©v‡q AmveabZvekZ Zviv cvwb‡Z c‡o Wz‡e hvq| পরে স্থানীয়রা তাদের মরদেহ পুকুর থেকে উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছে জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী।

 

এসএ/সিলেট