সিসিক মেয়রের শোক

আ.লীগের জাতীয় পরিষদ সদস্য নুরুল আমীনের মৃত্যু : জানাযা মঙ্গলবার

post-title

ফাইল ছবি

বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধের সংগঠক নুরুল আমীন ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহী...রাজিউন)।

সোমবার (২৭ মে) রাতে সিলেট নগরীর আম্বরখানা বড়বাজার এলাকার বাসায় বার্ধক্য জনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।

মঙ্গলবার (২৮) বাদ যোহর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে জানাযা অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। জনসংযোগ কর্মকর্তার স্বাক্ষরিত এক বার্তায় তিনি এ শোক জানান।

শোক বার্তায় তিনি বলেন, নুরুল আমীন একজন প্রকৃত দেশপ্রেমিক ব্যক্তি ছিলেন। আমৃত্যু তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিত নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ এবং সিলেটবাসী তাঁর শূন্যতা অনুভব করবে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

এসএ/সিলেট