সিলেটে বস্তাবন্দি কাটা পা, মেলেনি...
সিলেটে বস্তাবন্দি একটি কাটা পা নিয়ে ঘুম হারাম এয়ারপোর্ট থানা পুলিশের। গত ২৪ ঘণ্টায়ও মেলেনি পায়ের রহস্য। কার পা, কিভাবে এলো এসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সাধারণ...
গরমে দিনভর হাঁসফাঁসের পর স্বস্তির বৃষ্টির দেখা পেল সিলেটবাসী। শনিবার (২৫ মে) বিকেলে তীব্র গরমের মাঝে সঙ্গে ছিল শীতল বাতাস। রাতে মহানগরসহ সিলেটের বিভিন্ন অঞ্চলে গুড়ি গুড়ি আকারে ঝরেছে বৃষ্টি।
দিনভর প্রখর রোদ আর গরমের পর এই বৃষ্টিতে স্বস্তি ফেরে সবার মধ্যে। তীব্র গরমের পর এক পসলা বৃষ্টিতে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় অনেকেই। এই বৃষ্টিতে সামান্য হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন তারা।
সিলেটে প্রতিদিনই রেকর্ড ভাঙ্গে তাপমাত্রা। রেকর্ড ভেঙ্গে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ে সিলেট। শনিবার (২৫ মে) বিকাল ৩টায় সিলেটে রেকর্ড করা হয় ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
যা এই বছরের সর্বোচ্চ। শনিবার আবহাওয়া অধিদপ্তর জানায়, রবি ও সোমবার সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের এমনকি ভারী বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেইসঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। একই পরিস্থিতি থাকতে পারে ২৭ ও ২৮ মে পর্যন্ত।
এসএ/সিলেট