নগরীতে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

post-title

ফাইল ছবি

সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন রাস্তা সম্প্রসারন, ড্রেন নির্মান ও জরুরী মেরামত ও সংরক্ষন কাজের জন্য মহানগরের বেশ কিছু এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুত বন্ধ রাখার নোটিশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ জানায়, ১১ রায়নগর ফিডার ও ১১ কেভি সেনপাড়া ফিডারের আওতাধীন মহানগরের ১১ এলাকায় শনিবার (২৫ মে) সকাল ৭টা থেকে বিকেল  ৪টা র্পযন্ত বিদ্যু সরবরাহ বন্ধ থাকব।

শুক্রবার (২৪ মে) এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন জানান, সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, পূর্ব মিরাবাজার, খারপাড়া, সেনপাড়া, শিবগঞ্জ, লাকড়ীপাড়া, পুষ্পায়ন আ/এ, ভাটাটিকর, টিলাগড় ও আশে-পাশের এলাকা সমূহে বিদ্যু বন্ধ থাকব।

এসএ/সিলেট