জৈন্তাপুরে বজ্রপাতে ফুটবল খেলোয়াড় নিহত

post-title

প্রতীকী ছবি

সিলেটের জৈন্তাপুরে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন এক ফুটবল খেলোয়াড়। বুধবার (১৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেটের জৈন্তাপুরের গোয়াবাড়ি ফুটবল মাঠে এ ঘটনা ঘটে।

নিহত ফুটবলার হলেন সবুজ মিয়া (২২)। তিনি জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী গ্রামের ছগির মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জৈন্তাপুরের গোয়াবাড়ি ফুটবল মাঠে অনুশীলনের সময় হঠাৎ করে আকাশ অন্ধকার হয়ে যায় এবং তখন আকাশে বিকট শব্দ হয়। একপযার্য়ে বজ্রপাতে গুরুতর আহত হন সবুজ। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম (পিপিএম) বলেন, বজ্রপাতে খেলোয়াড় মৃত্যু হয়েছে। বিষয়টি জানার পর পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে নিহতের সুরতহাল প্রস্তুত করেছে।


এসএ/সিলেট