শ্রীমঙ্গলে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

post-title

ছবি সংগৃহীত

শ্রীমঙ্গলে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করলেন কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

সোমবার দুপুরে শ্রীমঙ্গল সরকারি খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বোরো ধান সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় কৃষিমন্ত্রী।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, সিলেটের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক মিলন কান্তি চাকমা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দিপক চন্দ্র মণ্ডল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কারিগরি) মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সামাদ, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক ( অপারেশন) তাপস চন্দ্র রায়, রুশনি অটোরাইস মিলের ব্যবস্হাপনা পরিচালক মুজাহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন প্রমুখ।

সরকারি খাদ্য গুদাম সুত্র জানায়, ধান-চাল সংগ্রহ অভিযান আগামি ৩১ আগস্ট পর্যন্ত চলবে। শ্রীমঙ্গল উপজেলায় ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা হচ্ছে-ধান ১৪৫৪ মেট্রিক টন, আতপ চাল ৪৩ মেট্রিক টন, সিদ্ধ চাল ৩৫৯৩ মেট্রিক টন। ধান প্রতিকেজি ৩২ টাকা এবং প্রতিমন ১২৮০ টাকা, প্রতিকেজি আতপ চাল ৪৪ টাকা, প্রতিকেজি সিদ্ধ চাল ৪৫ টাকা দরে ক্রয় করা হবে।

এসএ/সিলেট