গোলাপগঞ্জে জায়গা সংক্রান্ত বিরোধের জের যুবক খুন

post-title

ফাইল ছবি

সিলেটের গোলাপগঞ্জে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে আপন চাচাতা ভাইয়ের চাপাতির কুপে এক ব্যক্তি খুন হয়েছেন। নিহত মো. বাচ্চু আহমদ(৩২) উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল ইন্দারপাড় গ্রামের মো. আখন আলীর পুত্র।

এ ঘটনাটি ঘটে শনিবার বিকাল ৪টায়। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে ঘটনার সাথে জড়িত ৪ জনকে আটক করে। তারা হলেন, রণি আহমদ তার স্ত্রী লিজা বেগম, মা এবং পিতা মো. তোয়াহিদ আলী।

নিহতের ভাই জুনেদ আহমদ জানায়, বছর দেড়েক ধরে জায়গা নিয়ে চাচাতো ভাইয়ের পরিবারের সাথে বিরোধ ছিল। এনিয়ে আদালতে মামলা চলছে। জায়গা কেউ কোন কাজ করতে পারবেনা আদালতের নিষেধাজ্ঞা ছিল। কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করে রণি ঘটনার দিন জায়গায় কাজ করতে থাকে। এসময় বাচ্চু বাধা দিলে স্ত্রীর এগিয়ে দেয়া বুজালী(চাপাতি) দিয়ে রণি চাচাতো ভাই বাচ্চু আহমদকে এলোপাতাড়ি কু’পাতে থাকে। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ে।

এসময় পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সাথে জড়িত ৪জনকে আটক করে। এ ঘটনায় আরও ২ জন পালিয়ে যায়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাছুদুল আমিন জানান, সীমানা সংক্রান্ত বিরোধের জেরে খুনের ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে, তবে এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি। পুলিশ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছে।

এসএ/সিলেট