জৈন্তাপুরে বিদ্যুতের খুটিতে ধাক্কা : যাত্রী বাস খাদে

post-title

ছবি সংগৃহীত

সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে একটি বাস খাদে পড়ে গেছে। এতে বাসের সব যাত্রী কমবেশী আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (১১ মে) সকাল ৯ টায় উপজেলার পাখিটিকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত দুজন হলেন- নিজপাট কমলাবাড়ী গ্রামের ছায়েদ আলীর ছেলে মো. আব্দুল মুতালিব ও একই গ্রামের ইছা মিয়ার ছেলে আরাফাত হোসাইন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানান, সকালে জৈন্তাপুর বাজার থেকে সিলেটের দিকে ছেড়ে আসা একটি বাস (সিলেট জ-১১-০৩৭৯) চালকের খামখেয়ালিতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় গাড়িতে থাকা প্রায় অর্ধশত যাত্রী আহত হন।

ঘটনার পর স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। এছাড়া গুরুতর দুইজনকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।  

এসএ/সিলেট