কানাইঘাটে গাড়ির ধাক্কায় কলেজ...
সিলেটের কানাইঘাটে মিষ্টান্নজাতীয় সুইটমিটের গাড়ির ধাক্কায় মারুফ আহমদ (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে পৌরসভার ১ নং ওয়ার্ডের...
প্রতীকী ছবি
ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন মাইক্রোবাসের আরও তিন যাত্রী।
শনিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনার ড্রিম হলিডে পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ময়মনসিংহ জেলার নান্দাইল এলাকার আশরাফ আলীর ছেলে মাইক্রোবাসের চালক আব্দুস সালাম (৪৩) ও যাত্রী চট্টগ্রামের শিক্ষার্থী ও সংগীত শিল্পী পিয়াল হোসেন (২৩)। আহত হন মাইক্রোবাসে থাকা আরও তিন যাত্রী। তারা হলেন- শাকিব (২৬), আকিব (২৬) ও অমিত (২৭)।
স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস সিলেটের উদ্দেশে যাত্রা করে। পরে সকাল ৬টার দিকে পাঁচদোনা ড্রিম হলিডে পার্কের সামনে এলে ঢাকা অভিমুখী যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু'জন নিহত হন।
আহতদের মধ্যে আকিব (২৪) নামে একজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে ও দুজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুজনের লাশ উদ্ধার করে মাধবদী থানায় হস্তান্তর করেছি। এ ঘটনায় আরও তিনজন যাত্রী আহত হয়েছেন। কোন বাসের সঙ্গে এ দুর্ঘটনা ঘটেছে সেটি নিশ্চিত করতে পারেননি এই কর্মকর্তা।
এসএ/সিলেট