শান্তিগঞ্জে এনআইডি সেবা ইসির অধীনে...
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ভোটার তালিকা তথা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এর ডাটাবেজ সুরক্ষা বিভাগের নামে অন্য কারো অধীনে নেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে Stand for NID...
ফাইল ছবি
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে প্রতিদ্বন্দ্বিতা করতে সুনামগঞ্জের সদর উপজেলায় তিন পদে বিপরীতে ১৪ জন, শান্তিগঞ্জ উপজেলায় ১৩ জন এবং মধ্যনগর উপজেলায় ১৮ জন প্রার্থীসহ মোট ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দানের শেষ সময় পর্যন্ত রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থী ও তাদের সমর্থকরা। মনোনয়নপত্র জমাদানকারী বেশিরভাগ নেতাই আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জানা যায়।
সদর উপজেলার পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. খায়রুল হুদা চপল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বি স্মরণ, বিএনপি নেতা মোঃ আবুল হায়াত,মনিষ কান্তি দে মিন্টু, ভাইস চেয়ারম্যান পদে ফেদাউর রহমান, জাকির হোসেন শাহীন, শামীনুর রশীদ চৌধুরী, মো. আবুল হোসেন, মো. বাবুল মিয়া,মো. আজিজুল হক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা চম্পা বেগম,নিগার সুলতানা কেয়া,সানজিদা নাসরিন দিনা, ফেরদৌসী সিদ্দিকী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এদিকে শান্তিগঞ্জ উপজেলার পরিষদ নির্বাচনে চেয়াম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম, এমপি পুত্র সাদাত মান্নান, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি মো. বোরহান উদ্দিন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে মোশারফ হোসেন জাকির,রুকনুজ্জামান, মো. আনোয়ার হোসেন, মো. জাহাঙ্গীর খাঁন মনোনয়নপত্র দাখিল করেছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. নাছমা বেগম, দুলন রানী তালুকদার, খাইরুন নেছা, মোছাঃ রফিকা মহির, জেসমিন আক্তার মনোনয়নপত্র দাখিল করেছেন।
অপরদিকে মধন্যগর উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, আব্দুল আউয়াল, সজল কান্তি সরকার,মো. নুরুল ইসলাম, প্রবীর বিজয় তালুকদার,মো. আব্দুর রাজ্জাক ভুঁইয়া, মো. গিয়াস উদ্দিন, সাইদুর রহমান, বরুণ কান্তি দাস। ভাইস চেয়ারম্যান পদেও ৮জন প্রার্থীর মধ্যে যার্ মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন, পংকজ আরেং, মো. হজরত আলী, মো. এনামুল হক, মোহাম্মদ আনোয়ার হোসেন, সুজিত চন্দ্র তালুকদার,মো. এমদাদুল হক, বিদ্যুৎ কান্তি সরকার, মো. জসীম উদ্দিন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাত্র ২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন শান্তা চৌধুরী, হালুফা আক্তার।
রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ বলেন, চতুর্থ ধাপে তিন উপজেলায় ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ১২ মে মনোনয়নপত্র যাচাই বাছাই, ১৩-১৫ আপিল, প্রার্থিতা প্রত্যাহার শেষ তারিখ ১৯ মে, ২০ মে প্রতীক বরাদ্দ এবং ভোট গ্রহণ ৫ জুন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
এসএ/সিলেট