ফেঞ্চুগঞ্জে কবরস্থান থেকে নবজাতক...
কবরস্থান থেকে আসছিল কান্নার আওয়াজ। সেই আওয়াজ শুনে জড়ো হন বিভিন্ন শ্রেণির মানুষ। সেখানে কবরস্থানে পাওয়া গেলো এক নবজাতককে। একদিন বয়সী ওই নবজাতক (মেয়ে) জীবিত...
সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো. সাইফুল ইসলাম। উড়োজাহাজ প্রতিকে তিনি ১৮ হাজার ৬৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাংবাদিক ওলিউর রহমান। তিনি টিয়া পাখী প্রতিকে ভোট পেয়েছেন ১১ হাজার ৮৫৮টি। সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে রাতে এই ফল ঘোষণা করা হয়।
এদিকে, সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোছা. হাসিনা আক্তার। ফুটবল প্রতিকে তিনি পেয়েছেন মোট ৩৫ হাজার ৭৯২ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দিলরুবা বেগম। পদ্ম প্রতিকে তিনি পেয়েছেন ৩০ হাজার ৫৮১ ভোট। বুধবার রাতে সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। চলে একটানা বিকেল ৪টা পর্যন্ত। সিলেট সদর উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৮১ হাজার ৯২১। এরমধ্যে পুরুষ ভোটার ৯৪ হাজার ৪২০ ও নারী ভোটার ৮৭ হাজার ৫০০। আর তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।
এসএ/সিলেট