মাগুরার সেই শিশুটিকে বাঁচানো...
অবশেষে মৃত্যুর কাছে হার মানল মাগুরায় ধর্ষণের শিকার আট বছর বয়সী সেই শিশুটি। বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন...
ছবি সংগৃহীত
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশনের আমুরবুনিয়া টহল ফাঁড়ির এলাকায় লাগা আগুন দ্বিতীয় দিনের মতো জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর একটি দল। ২৪ ঘণ্টা ধরে জ্বলতে থাকা আগুন নেভাতে হেলিকপ্টার দিয়ে পানি ছিটাচ্ছে বিমানবাহিনী।
রোববার (৫ মে) দুপুর থেকে আগুন লাগা স্থানে পানি দেওয়া শুরু করে বিমানবাহিনীর হেলিকপ্টারটি।
এছাড়া সকাল থেকে আগুন নির্বাপণের জন্য ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট, কোস্টগার্ড ও নৌবাহিনীর একটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। বনবিভাগ ও প্রশিক্ষিত ফায়ার ফাইটারদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও বন সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবকরাও অংশ নিয়েছেন।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন, পুলিশ সুপার আবুল হাসনাথ খান, মোরেলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম তারেক সুলতানসহ ফায়ার সার্ভিস ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহিদুল আলম চৌধুরী বলেন, ভোলা নদী থেকে অন্তত দুই কিলোমিটার দূরে আগুনের উৎসে সকাল থেকে পানি ছিটানো হচ্ছে। ফায়ার লাইন (অগভীর নালা) কাটা হয়েছে যাতে আগুন নতুন এলাকায় ছড়িয়ে পড়তে না পারে।
তিনি আরও বলেন, তিন দিক দিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা পানি দিচ্ছে। এখন বনের মধ্যে বড় ধরনের আগুন নেই।
এসএ/সিলেট