ফেঞ্চুগঞ্জে কবরস্থান থেকে নবজাতক...
কবরস্থান থেকে আসছিল কান্নার আওয়াজ। সেই আওয়াজ শুনে জড়ো হন বিভিন্ন শ্রেণির মানুষ। সেখানে কবরস্থানে পাওয়া গেলো এক নবজাতককে। একদিন বয়সী ওই নবজাতক (মেয়ে) জীবিত...
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ১৩২ কেভি গ্রিড লাইন ট্রিপ (বিপর্যয়) করায় সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় বিদ্যুৎহীন। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে গ্রিডে বিপর্যয়ের কারণে অন্ধকারে সিলেট বিভাগ। শনিবার (৪মে) রাত ৮টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো.জারজিসুর রহমান রনি ।
জানা যায়, শনিবার রাত ৮টা থেকে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এদিকে, বিক্রয় ও বিতরণ বিভাগ-১,বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে বলা হয়-১৩২ KV গ্রিড লাইন ট্রিপ করায় দপ্তরের সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়েছে।
গ্রাহকদের কমেন্টের উত্তরে বলা হয়- বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগবে।
এব্যাপারে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো.জারজিসুর রহমান রনি জানান, আশুগঞ্জ গ্রিডে সিলেট বিভাগের ১৩২ কেভি লাইনে বিপর্যয় (ট্রিপ) হয়।
এতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে, তা শিগগিরই ঠিক হয়ে যাবে। ইতোমধ্যে সিলেটের কুমারগাঁও গ্রিড চালু করা হচ্ছে। বাকিগুলোও ধীরে ধীরে চালু করা হবে।
এসএ/সিলেট