শ্রীমঙ্গল পৌরসভার ৫৫ কোটি ৫৭...
শ্রীমঙ্গল পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরে ৫৫ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১১ টায় পৌরসভা অডিটরিয়ামে এ বাজেট ঘোষনা করা হয়।...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তলসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ মে) রাত সাড়ে ১০টার দিকে পৌরসভাস্থ শিবির রোড থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শিবির রোডের বাসিন্দা মৃত মো. আব্দুল মতিনের ছেলে হৃদয় আহমদ বাহার, মৌলভীবাজার সদর উপজেলার মাঝেরহাটি ছৈয়ারপুরের বাসিন্দা মৃত শফিক মিয়ার ছেলে মো. আল আমিন ও একই উপজেলার মাতারকাপনের বাসিন্দা আছকর মিয়ার ছেলে মো. সাজু মিয়া।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে কয়েকজন লোক শিবির রোড এলাকায় জড়ো হয়েছে- শুক্রবার রাতে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৩ জনকে আটক করে তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, মোবাইল এবং ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
ওসি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এসএ/সিলেট