নগরীতে ছুরিকাঘাতে কিশোর খুন : আটক নেই

post-title

ফাইল ছবি

নগরীতে জন্মদিনের কেক কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে মো. আলী (১৭) নামে এক কিশোর শুক্রবার খুন হয়েছে।এ ঘটনায় শনিবার সন্ধ্যায় নিহত মো. আলীর মা সফিনা খাতুন বাদি হয়ে ১১ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামী করে কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন। শনিবার (৪ মে) বিকাল পর্যন্ত এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। 

ময়নাতদন্ত শেষে শনিবার দুপুরে মো. আলীর লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বিকেলে জানাজা শেষে তাকে হযরত মানিকপীর (রহ.) করবস্থানে দাফন করা হয়। হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে। 


নিহত কিশোর মো. আলী (১৭) কিশোরগঞ্জের বাজিতপুরের নুর আলীর ছেলে। পরিবারের সঙ্গে সে  সিলেট মহানগরের ছড়ারপাড় এলাকার রাহত মিয়ার কলোনিতে বসবাস করতো।

শুক্রবার (৩ মে) সন্ধ্যায়  ছাড়ারপাড় এলাকায় একজনের জন্মদিনের অনুষ্ঠানে কিশোরগ্যাং এর সদস্যদের মধ্যে বাক-বিতণ্ডার এক পর্যায়ে ছুরিকাঘাতে হত্যা করা হয় আলীকে।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছাড়ারপাড় এবং কামালগড় এলাকার দুই পক্ষের কিশোরদের মধ্যে দ্বন্দ্ব ছিল। শুক্রবার সন্ধ্যার দিকে মো. আলী তার এক বন্ধুর জন্মদিনের আয়োজনে যায়। কামালগড় এলাকার কয়েকজন কিশোরও ওই অনুষ্ঠানে যায়। একপর্যায়ে জন্মদিনের কেক কাটা নিয়ে ছাড়ারপাড় এবং কামালগড় এলাকার কিশোরদের মধ্যে বাক-বিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে মো. আলীকে প্রতিপক্ষরা ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন মো. আলীকে উদ্ধার করে  সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, নিহত কিশোরের মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকালে দাফন করা হয়। তিনি বলেন- এ ঘটনার সাথে জড়িত কাউকে এখনো আটক করা হয়নি। তবে জড়িতদে শনাক্ত এবং আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এসএ/সিলেট