অভিনব উপায়ে চ্যাম্পিয়ন্স ট্রফির...
নিউজিল্যান্ডের বৈশ্বিক ইভেন্টের স্কোয়াড ঘোষণায় সব সময়ই থাকে ব্যতিক্রমী আয়োজন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত দলেও এই ধারা বজায় রেখেছে...
ছবি সংগৃহীত
চট্টগ্রামের সিরিজের প্রথম ম্যাচে রীতিমতো উড়িয়ে দিয়ে জয় তুলে নিল বাংলাদেশ। জয়টা প্রায় নিশ্চিত ছিল। কিন্তু বৃষ্টি জয়ের সময়টা বাড়িয়ে দেয়।
সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। বোলারদের তোপের মুখে জিম্বাবুয়ের কেউ টিকতেই পারেনি বলা চলে। বোলিং তোপে ১২৪ রানে আটকে যায় জিম্বাবুয়ের ইনিংস।
বাংলাদেশের হয়ে ওয়ানডে ফরম্যাটে নিজের সামর্থ্য দেখিয়েছিলেন তানজিদ হাসান তামিম। বিপিএলের পর এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও তার অভিষেকটা হলো দারুণ।
মেঘ-বৃষ্টির লুকোচুরির মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে দায়িত্বশীল এক ফিফটির ইনিংস খেলেছেন তিনি। তাওহিদ হৃদয় শেষদিকে তামিমকে বেশ ভালো সঙ্গ দিয়েছেন। এতে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ।
চট্টগ্রামের সাগরিকায় শুক্রবার (৩ মে) বৃষ্টির বাগড়া দেওয়ার আভাস আগেই মিলেছিল। যা বারবার বিঘ্ন ঘটিয়েছে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে।
এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়েছিল সফরকারী রোডেশিয়ানরা। কিন্তু ৮ম উইকেটে ৭৫ রানের অবিশ্বাস্য জুটিতে ভর করে জিম্বাবুয়ে শুধু লজ্জাই এড়াল না, সেই সঙ্গে ১২৪ রানের সম্মানজনক পুঁজিও দাঁড় করায়।
যা বাংলাদেশ পেরিয়েছে ১৫.২ ওভারে। টাইগারদের হয়ে এদিন একাধিকবার জীবন পাওয়া তামিম সর্বোচ্চ করলেন ৬৭ রান, এছাড়া হৃদয় ৩৩ রান করেন।
এসএ/সিলেট