নগরী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন...
নগরী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পদবীধারী এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম অয়ন দাশ। অয়ন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি বলে...
প্রতীকী ছবি
দক্ষিণ সুরমায় সড়ক পারাপারের সময় বাসের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (০১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের অতিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজ চান আলী দক্ষিণ সুরমার লক্ষ্মীপুর গ্রামের মৃত আজর আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বুধবার দুপুর সাড়ে ১২টার অতিরবাড়ি এলাকায় সিলেট-ঢাকা মহাসড়ক পার হচ্ছিলেন হাফিজ চান আলী। এসময় ঢাকাগামী বাস (ঢাকা মেট্রো-১১-৬৬৭৫) তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট এমএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক চান আলীকে মৃত ঘোষণা করেন।
এদিকে, দুর্ঘটনার পর বাস রেখে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি তাদের হেফাজতে নেয়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের ময়না তদন্তের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। বাসের চালক ও হেল্পার পলাতক। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএ/সিলেট