সিলেটের কোনো পাথর কোয়ারি আর...
বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন. পর্যটকবান্ধব পরিবেশ গড়ে তুলতে সিলেটের কোনো পাথর কোয়ারি আর লিজ দেওয়া হবে না।...
ফাইল ছবি
গোয়াইনঘাট উপজেলায় চেয়ারম্যান পদে অংশগ্রহণের জন্য আলহাজ্ব শাহ আলম স্বপন ও ফারুক আহমদ এই দুইজন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে সোমবার যাচাই বাছাই শেষে একজনের মনোনয়ন বাতিল হওয়ায় বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফারুক আহমদ আবারও চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।
সোমবার (২৯ এপ্রিল) সকালে জেলা নির্বাচন কর্মকর্তা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব শাহ আলম স্বপনের মনোনয়ন অবৈধ ঘোষণা করেন।
মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে (২৩ এপ্রিল) শাহ আলম স্বপনের মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর (২৯ এপ্রিল) আপিল নিস্পত্তিতেও তথ্য গোপন করায় স্বপনের মনোনয়ন বাতিল করায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ফের উপজেলা চেয়ারম্যান হওয়ার পথে ফারুক আহমদ।
অন্যদিকে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শুধুমাত্র পুরুষ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভাইস চেয়ারম্যান পদে প্রচারণায় রয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, ইসলাম উদ্দিন, কুতুব উদ্দিন ও ফারুক আহমদ।
এছাড়া মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি ও মোছা. মরিয়ম বেগম মাঠে রয়েছেন।
এসএ/সিলেট